Sanjay Dutt’s second parole request accepted

প্যারোলে ৩০ দিনের জন্য মুক্ত সঞ্জয় দত্ত, বড়দিন কাটাবেন মুম্বইয়ের বাড়িতেই

পুণের ইয়েরওয়ারা জেল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা সঞ্জয় দত্। আপাতত ৩০ দিন মুম্বইয়ের বাড়িতেই থাকবেন তিনি। কয়েকদিন আগেই তাঁর প্যারোল মঞ্জুর করেছে ইয়েরওয়ারা জেল কর্তৃপক্ষ। স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে প্যারোলের আবেদন করেছিলেন সঞ্জয় দত্।

এই নিয়েই শুরু হয় তুমুল বিতর্ক। কারণ, প্যারোলের আবেদনের কয়েকদিন আগেই একটি অনুষ্ঠানে সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতাকে দেখা গিয়েছিল। ইয়েরওয়ারা জেল কোন যুক্তিতে সঞ্জয় দত্-কে প্যারোল দিচ্ছে, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেয় মহারাষ্ট্র সরকার।

পরে, অবশ্য মান্যতাকে পরীক্ষা করে চিকিত্সকেরা জানিয়েছেন তাঁর লিভারে টিউমার হয়েছে। হার্টের অসুখেও ভুগছেন সঞ্জয় দত্-এর স্ত্রী। এর আগে প্যারোল পেয়ে গোটা অক্টোবর মাসই বাড়িতে কাটিয়েছেন সঞ্জয় দত্। মুম্বই বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচবছর কারাদণ্ড হয়েছে বলিউডের এই অভিনেতার।

First Published: Saturday, December 21, 2013, 19:21


comments powered by Disqus