Last Updated: Sunday, September 2, 2012, 21:40
আপামর দেশবাসীর কাছে তিনি শাহেনশা। গুরুগম্ভীর কন্ঠস্বর, ৬ ফুট উচ্চতায় অসাধারণ ব্যক্তিত্বের মানুষটিকে শ্রদ্ধা করার পাশাপাশি ভয়ে এড়িয়েও চলেন অনেকেই। আর এহেন একজন মানুষের নাকি একেবারে দাড়ি ধরে টান মারল একরত্তি এক মেয়ে! কে সে? আর কেউ নয়, বিগ বির ৯ মাসের আদরের নাতনি ম্যাডাম আরাধ্যা বচ্চন।