Last Updated: Tuesday, December 10, 2013, 10:36
লিওনেল মেসি নামটা এখন দু চোখের বিষ ইরানে। বিশ্বকাপের গ্রুপ বিন্যাসের লটারিতে যবে থেকে আর্জেন্টিনার গ্রুপে ইরানের নাম ওঠে, তখন থেকেই মেসিকে সহ্য করতে পারছেন না ইরানের অধিকাংশ মানুষ। মেসিকে নিয়ে কত দিন ধরে ইরানে যা চলছে তাতে অনায়াসে আর্জেন্টিনার এই ফুটবলার দৈত্য বনে গিয়েছেন।