Last Updated: July 11, 2014 19:21

কাটা ঘায়ের জালা ঘোচাতে বোধহয় ভুলে যাওয়া যায় চির শত্রুতাও। নিজে চোট পেয়ে মাঠের বাইরে থাকলেও জার্মানির কাছে দেশের হার মেনে নিতে পারছেন না নেইমার। আর তাই স্পষ্ট জানিয়েই দিলেন বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করছেন তিনি।
বৃহস্পতিবার প্রেস কনফারেন্সে আবেগপ্রবণ হয়ে পড়েন নেইমার। বলেন, "ফুটবলে এখনও পর্যন্ত মেসির ইতিহাস দারুণ, প্রচুর ট্রফি জিতেছে ও। আমার বন্ধু, আমার দলের(বার্সেলোনা)। আমি ওর জন্য শুভকামনা করি। ফাইনালে আর্জেন্টিনার জন্য গলা ফাটাবো।" শিরদাঁড়ায় চোট পাওয়ার ফলে প্যারালিসিস হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন নেইমার। চোট পেয়ে দলের বাইরে বেরিয়ে যাওয়ার পর গতকাল প্রথম ব্রাজিল ট্রেনিং ক্যাম্পে ফেরেন তিনি।
সেমিফাইনালে হার প্রসঙ্গে নেইমার বলেন, "এটা একবারেই ভাল পরিস্থিতি নয়। কিন্তু এখানে ফিরে এসে ভাল লাগছে। আমার বন্ধুদের বলছি ফলাফল যাই হোক না কেন, আমরা একসঙ্গে শুরু করেছি, একসঙ্গে শেষ করব। আমরা একসঙ্গে আছি এবং শনিবার সম্মানের সঙ্গে শেষ করব। আমাদের দেশে চ্যাম্পিয়ন হওয়ার বড় সুযোগ আমাদের ছিল। কিন্তু আমরা পারিনি। খুব ভাল প্রচার পেয়েছি তবে আমাদের সেরা খেলাটা দিতে পারিনি।"
First Published: Friday, July 11, 2014, 19:21