Last Updated: Monday, December 16, 2013, 18:01
বিগ বিস এবার বিড়ম্বনায় পড়লেন। বিগ বস-এর গোপন ঘরে হানা দিল পুলিস। সোফিয়ার অভিযোগের ভিত্তিতে নিয়ম মেনে আরমানকে খুঁজছে পুলিস। তাই সটান একেবারে বিগ বস-এর ঘরে ঢুকে পড়ল পুলিসর জিপ। অনুষ্ঠানের সব নিয়ম ভেঙে, সব গোপন দরজা ভেঙে। এমন এক খবর প্রকাশিত হয় এক ইংরেজি দৈনিকে। যদিও অনুষ্ঠান কর্তৃপক্ষ এই খবরের সত্যতা স্বীকার করেনি। শোনা যাচ্ছে সোফিয়া এবার কার্লাস চ্যানেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা করবেন।