Last Updated: December 21, 2013 16:20

বিতর্ক পিছু ছাড়ছে না রিয়্যালিটি শো বিগ বস সেভেন-এর। তানিশা মুখার্জির প্রতি সঞ্চালক সলমন খানের পক্ষপাতিত্ব থেকে আরমান কোহলির বিরুদ্ধে সোফিয়া হায়াতের শারীরিক নির্যাতনের অভিযোগে এফআইআর দায়ের,...মশলার কমতি ছিল না এই রিয়্যালিটি শো-এ। আর সব মশলার সমন্বয়েই চড়চড় করে বাড়ছিল বিগ বস-এর জনপ্রিয়তা। বিতর্কের কাঁধে ভর দিয়ে ফের লাইমলাইটে এই শো। এবার এফআইআর দায়ের করা হোল সলমন খান আর শো কর্তৃপক্ষের বিরুদ্ধে।
বলিউডের `ভাই` আর বিগবসের বিরুদ্ধে অভিযোগ তাঁরা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির উপর আঘাত হেনেছেন।
একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী হায়দরাবাদের ফলকনুমা পুলিস স্টেশনে ইন্ডিয়ান পেনাল কোডের ২৯৫ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী দাবি করেছেন শো টি জান্নাত (স্বর্গ) ও জাহান্নুম (মর্তে) ভাগ করে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির অবমাননা করা হয়েছে।
First Published: Saturday, December 21, 2013, 16:20