Last Updated: Thursday, December 5, 2013, 16:17
অ্যাসেজ টেস্টের দ্বিতীয় টেস্টের শুরটা ক্রিকেটের কাছে ভাল হল। প্রথম টেস্টে ইংল্যান্ড যেমন একেবারে আত্মসমর্পণ করে বসেছিল, সেটা দ্বিতীয় টেস্টের শুরতে হল না। ডন ব্র্যাডম্যানের ঘরের মাঠ অ্যাডিলেড ওভালের প্রথম দিনটা গেল পেন্ডুলামের ঘড়ির মত। কখনও ম্যাচের রাশ নিস অস্ট্রেলিয়া, আবার কখনও ইংল্যান্ড। যখনই মনে হচ্ছিল কোনও একটা দল ম্যাচের রাশ নেবে তখনই অন্য দল ছিনিয়ে নিল। যদিও কিছু সহজ ক্যাচ না ফেলল ইংল্যান্ডই দিনের রাজা হতে পারত।