ডনের ডেরায় ছাই যুদ্ধের প্রথম দিনটা কাটল পেন্ডুলামের ঘড়ির মত

ডনের ডেরায় ছাই যুদ্ধের প্রথম দিনটা কাটল পেন্ডুলামের ঘড়ির মত

ডনের ডেরায় ছাই যুদ্ধের প্রথম দিনটা কাটল পেন্ডুলামের ঘড়ির মতঅস্ট্রেলিয়া- ২৭৩/৫ (রজার্স- ৭২, ওয়াটসন-৫১, ক্লার্ক-৪৮ অপ। ব্রড-২/৬৩)

অ্যাসেজ টেস্টের দ্বিতীয় টেস্টের শুরটা ক্রিকেটের কাছে ভাল হল। প্রথম টেস্টে ইংল্যান্ড যেমন একেবারে আত্মসমর্পণ করে বসেছিল, সেটা দ্বিতীয় টেস্টের শুরতে হল না। ডন ব্র্যাডম্যানের ঘরের মাঠ অ্যাডিলেড ওভালের প্রথম দিনটা গেল পেন্ডুলামের ঘড়ির মত। কখনও ম্যাচের রাশ নিস অস্ট্রেলিয়া, আবার কখনও ইংল্যান্ড। যখনই মনে হচ্ছিল কোনও একটা দল ম্যাচের রাশ নেবে তখনই অন্য দল ছিনিয়ে নিল। যদিও কিছু সহজ ক্যাচ না ফেলল ইংল্যান্ডই দিনের রাজা হতে পারত।

কিন্তু দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া ৫ উইকেটে ২৭৩ রান করার পর বলতেই হচ্ছে ইংল্যান্ডের দিনটা মাটি করল অস্ট্রেলিয়া। কিংবা বলা ভাল কুকদের জন্মদিনের পার্টিতে রজার, ওয়াটসনের নেচে ইংল্যান্ডের পার্টির মজাটা কেড়ে নিল। অসিদের ঘাড়ে চেপেও নিঃশ্বাস বন্ধ করা গেল না। ১৭৪ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়েও অসিদের কম রানমে বেধে রাখা গেল না।

টসে জিতে অস্ট্রেলিয়র শুরুটা অবশ্য ভালই হয়। ম্যাচের প্রথম দশ ওভারের মধ্যেই ওপেনার ডেভিড ওয়ার্নার (২৯)-এর উইকেট হারানোর পর ক্রিস রজার্স, শেন ওয়াটসন ব্যাট হাতে বিদ্রোহ শুরু করেন। রজার্স-ওয়াটসন শতরানের পার্টনারশিপ গড়েন। কিন্তু দিনটা যখন একপেশে কাটবে বলে মনে হচ্ছিল, তখনই অসি ইনিংসে ধস শুরু হয়। ১ উইকেটে ১৫৪ রান থেকে ১৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে মাইকেল ক্লার্কের দল। কিন্তু পেন্ডুলামের ঘড়ির মত আবার ম্যাচে ওঠা-নামা শুরু হয়।

পঞ্চম উইকেটে অসিদের ম্যাচে ফিরিয়ে আনেন দুই অধিনায়ক। টেস্ট অধিনায়ক মাইকেল ক্লার্ক আর ওয়ানডে অধিনায়ক জর্জ বেইলি যোগ করেন ৮৩ রান। কিন্তু ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে বেইলকে ফিরিয়ে আবার ম্যাচে ফিরে আসে ইংল্যান্ড। এই ম্যাচে দুই স্পিনার নিয়ে খেলছে ইংল্যান্ড। মুত্র বিতর্কের রেশ কাটিয়ে অনেকদিন পর বৃটিশ দলে খেলছেন মন্টি। মোক্ষম সময়ে উইকেটও পেলেন মন্টি।

অসিদের ইনিংস ৩৫০ রানের মধ্যে গুঁটিয়ে দ্বিতীয় দিনের অপেক্ষাকৃত সহজ পিচে বড় রান গড়াই লক্ষ্য থাকবে ইংল্যান্ডের। আর ১-০ এগিয়ে থাকা সিরিজে অসিদের এখন লক্ষ্য টেলএন্ডারদের সঙ্গে নিয়ে ক্লার্ক-হাডিন অনেক দূর নিয়ে যান দলের ইনিংস।

First Published: Thursday, December 5, 2013, 16:18


comments powered by Disqus