Last Updated: Wednesday, June 20, 2012, 10:23
পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মখদুম সাহাবুদ্দিনের নাম প্রস্তাব করল পিপিপি। পাক সংবাদমাধ্যেমর খবর, মঙ্গলবার রাতে ইউসুফ রাজা গিলানির আপত্তি সত্বেও, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির নেতৃত্বে, পাকিস্তান পিপলস পার্টির জরুরী বৈঠক হয় ইসলামাবাদে।