Last Updated: Sunday, November 6, 2011, 23:24
তরাই ডুয়ার্স অঞ্চলের ১৯৬ টি মৌজাকে গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে অন্তর্ভুক্ত করার দাবি কোনও ভাবেই মানবে না কামতাপুর পিপলস পার্টি। কালিয়াগঞ্জে দলীয় সংগঠনের পক্ষে একথা জানান দলের প্রধান অতুল রায়।