Last Updated: November 6, 2011 23:24

তরাই ডুয়ার্স অঞ্চলের ১৯৬ টি মৌজাকে গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে অন্তর্ভুক্ত করার দাবি কোনও ভাবেই মানবে না কামতাপুর পিপলস পার্টি। কালিয়াগঞ্জে দলীয় সংগঠনের পক্ষে একথা জানান দলের প্রধান অতুল রায়। তিনি বলেন জিটিএর মধ্যে তরাই ডুয়ার্সের মৌজা অন্তর্ভুক্ত করার চেষ্টা হলে তীব্র আন্দোলন শুরু করবে কামতাপুর পিপলস পার্টি। তাঁর অভিযোগ, নতুন সরকার আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের সঙ্গে দেখা করেন তাঁরা। কিন্তু তাঁদের দাবিকে গুরুত্ব দেয়নি বর্তমান সরকার।
First Published: Sunday, November 6, 2011, 23:24