Last Updated: Wednesday, May 28, 2014, 12:20
বাঙালির শৈশব কাটে দুধে ভাতে। মধ্যবিত্ত বাঙালি পিতামাতা তার সন্তানকে মানুষ করার জন্য কি কি শেখাতে পারেন! গান-বাজনা, নাচ, ক্রিকেট, ফুটবল, আঁকা খুব জোর সাঁতার। এইসবের মধ্য দিয়ে তাদের সন্তানকে অনেক বড় করার স্বপ্ন দেখেন। কিন্তু ছবিতে যাদের দেখছেন মুখে শিশুসুলভ আর শরীরে আইরন ম্যান, এই দুই বালক বিশ্বকে চমক দিয়ে হয়ত জানান দিল এই ভাবেও বড় হওয়ায় যায়।