Last Updated: January 2, 2014 00:03
বিদুতের দাম কমিয়েছেন, এবার মৌচাকে ঢিল মারলেন অরবিন্দ কেজরিওয়াল। বিদ্যু বন্টন সংস্থার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী । মঙ্গলবারই তিনটি বন্টন সংস্থার অডিটের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অডিট করবে ক্যাগ।
দিল্লির মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রের দ্বারস্থ হয়েছে ওই তিনটি বিদ্যুত বন্টন সংস্থা। এই আপত্তিতে অবশ্য কান দিতে রাজি নন কেজরিওয়াল। বুধবার বুঝিয়ে দিলেন, যতই আপত্তি উঠুক অডিটের সিদ্ধান্ত থেকে তিনি পিছু হঠতে নারাজ। কেন অডিট হবে না সেই প্রশ্ন তুলেছেন কেজরিওয়াল।
আগামিকালই দিল্লি বিধানসভায় সংখ্যগরিষ্ঠতা প্রমাণ করতে হবে আপকে।
First Published: Thursday, January 2, 2014, 00:03