Last Updated: Thursday, January 24, 2013, 14:01
ফের ইন্দ্রপতন অস্ট্রেলিয়ান ওপেনে। কাল সেরেনা উইলিয়ামসের পর আজ মেলবোর্ন পার্ক থেকে বিদায় নিলেন দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভা। রড লেভার এরেনাতে সেমিফাইনালে চিনা প্রতিদ্বন্ধী লি না-র র্যাকেটের সামনে অপ্রত্যাশিতভাবে থেমে গেল মাশার বিজয়রথ। পরাজিত হলেন ৬-২, ৬-২-এ। অন্যদিকে কাল সেরেনাকে হারিয়ে দিলেও সেই জয়ের সুখ বেশিক্ষণ স্থায়ী হল না ``ছোট সেরেনা``-র। শীর্ষবাছাই আজারেঙ্কার কাছে ৬-১, ৬-৪ হেরে গেলেন স্লোয়ানি স্টিফেনস। ফাইনালে বেলারুশের আজারেঙ্কার মুখোমুখি চিনের লি না।