Last Updated: February 14, 2013 13:24

ফের তোপের মুখে এক সরকারি আধিকারিক। এবার কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হল যুবকল্যাণ দফতরের যুগ্মসচিবকে।
গ্রুপ ডি পদে ৫৫ জনের নিয়োগে নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেছিলেন তিনি। যুবকল্যাণ দফতরের যুগ্মসচিব কাঞ্চন দাসের অভিযোগ ছিল এই নিয়োগের ক্ষেত্রে অর্থ দফতরের প্রয়োজনীয় অনুমোদন ছিল না। যদিও সরকারের দাবি, মন্ত্রিসভার সুপারিশ মেনেই হয়েছিল এই নিয়োগ।
আর এই ঘটনার জেরেই অবসরের মুখে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হল যুবকল্যাণ দফতরের যুগ্ম সচিব কাঞ্চন দাসকে।
আগামী আঠাশে ফেব্রুয়ারি অবসর গ্রহণ করছেন তিনি।
এর মধ্যে মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বিডিও শীর্ষেন্দু সাহাকে। অভিযোগ, তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করতে গিয়েই রোষের মুখে পড়েছেন তিনি।
First Published: Thursday, February 14, 2013, 13:24