Last Updated: Saturday, December 22, 2012, 15:30
দুষ্কৃতী হামলা থেকে পুলিসের পথরোধ। উত্তর ২৪ পরগনায় বাধা পেল বামেদের
মিছিল। খুচরো ব্যবসায় এফডিআইয়ের প্রতিবাদ সহ একাধিক দাবিতে আজ জেলায় চারটি
পদযাত্রা করে বামেরা। বীজপুরের কাছে একটি পদযাত্রায় হামলা চালায়
দুষ্কৃতীরা। তাতে আহত হন সিপিআইএম নেতা নেপালদেব ভট্টাচার্য বেশ কয়েকজন
দলীয় কর্মী। অভিযোগ, তৃণমূলের কর্মীরাই এই হামলা চালিয়েছে। ভাটপাড়ার কাছে
ফের পদযাত্রাটি আটকে দেয় পুলিস।