Baba Siddiqui - Latest News on Baba Siddiqui| Breaking News in Bengali on 24ghanta.com
শাহরুখ খুব ভাল ছেলে, আমি ওকে পছন্দ করি, বললেন সলমন

শাহরুখ খুব ভাল ছেলে, আমি ওকে পছন্দ করি, বললেন সলমন

Last Updated: Tuesday, July 8, 2014, 20:06

এক বছর আগে বাবা সিদ্দিকির ইফতার পার্টিতেই হয়েছিল দুই হৃদয়ের মিলন। এক বছর বাদে ফিরে এল ইতিহাস। ৬ জুলাই বাবা সিদ্দিকির ইফতার পার্টিতেই আবারও দুজনে এলেন কাছে। শুধু তাই নয়, সাংবাদিকদের সলমন জানালেন, শাহরুখ ভাল মানুষ। তিনি খুবই পছন্দ করেন ওকে।