শাহরুখ খুব ভাল ছেলে, আমি ওকে পছন্দ করি, বললেন সলমন

শাহরুখ খুব ভাল ছেলে, আমি ওকে পছন্দ করি, বললেন সলমন

শাহরুখ খুব ভাল ছেলে, আমি ওকে পছন্দ করি, বললেন সলমন এক বছর আগে বাবা সিদ্দিকির ইফতার পার্টিতেই হয়েছিল দুই হৃদয়ের মিলন। এক বছর বাদে ফিরে এল ইতিহাস। ৬ জুলাই বাবা সিদ্দিকির ইফতার পার্টিতেই আবারও দুজনে এলেন কাছে। শুধু তাই নয়, সাংবাদিকদের সলমন জানালেন, শাহরুখ ভাল মানুষ। তিনি খুবই পছন্দ করেন ওকে।

এ দিন ইফতার পার্টিতে শাহরুখের কিছুটা আগেই পৌছন সলমন। আধ ঘণ্টা পর শাহরুখ পৌছন পার্টিতে। দুজনের চোখাচোখি হতেই এগিয়ে গিয়ে জড়িয়ে ধরেন। কিছুক্ষণ হালকা মেজাজে কথাবার্তাও চলে। সলমনের বাবা সেলিম খানের পাশেই বসেছিলেন শাহরুখ। সঙ্গে ছিলেন পৃথ্বীরাজ চৌহান ও সুশীলকুমার শিন্ডে। পার্টি থেকে বেরনোর সময় সাংবাদিক, ফটোগ্রাফাররা ঘিরে ধরেন সলমনকে। শাহরুখের ব্যাপারে জানতে চাইলে সলমন বলেন, "শাহরুখ খুব ভাল ছেলে, আমি ওকে খুব পছন্দ করি।"

বাকিটা ভক্তরাই বুঝে নিন।

First Published: Tuesday, July 8, 2014, 20:06


comments powered by Disqus