Last Updated: Saturday, January 28, 2012, 19:41
দু'দিন পেরিয়ে গেলেও এখনও বাগুইআটির অশ্বিনীনগরে জোড়া খুনের ঘটনায়
নির্ভরযোগ্য কোনও সূত্র পায়নি পুলিস। রবিবার নমুনা সংগ্রহের জন্য মৃত
সঙ্গীতা লোহারিকা ও ইশা লোহারিকার ফ্ল্যাটে যান ফিঙ্গারপ্রিন্ট
বিশেষজ্ঞরা। দিনভর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় সঙ্গীতার স্বামী, বাবা এবং
মাকে। জেরা করা হয় ঘটনায় অন্যতম অভিযুক্ত রাজেশ ভারতিয়ার স্ত্রী এবং
শ্যালককেও।