Last Updated: Tuesday, January 1, 2013, 19:53
একজন অতীত আর একজন বর্তমান। মোহনবাগানের নির্বাসনের পর ক্লাবের অতীত আর বর্তমান একই দুনিয়ায় বাস করছে। তা হল হতাশা। গোটা বিশ্ব, গোটা দেশ, গোটা রাজ্য যখন বর্ষবরণের আলোয় ভেসেছে, তখন মোহনবাগানের পৃথিবীতে শুধুই অন্ধকার। আর এই অন্ধকারের দুনিয়ায় ডুবে টোলগে, ব্যারেটোর।