Basanti Highway - Latest News on Basanti Highway| Breaking News in Bengali on 24ghanta.com
মৃত্যুফাঁদ বাসন্তী হাইওয়েতে ৬টি সেতুর পুনর্নিমানের ভাবনা শুরু

মৃত্যুফাঁদ বাসন্তী হাইওয়েতে ৬টি সেতুর পুনর্নিমানের ভাবনা শুরু

Last Updated: Thursday, January 16, 2014, 23:34

বাসন্তী হাইওয়েতে পরপর দুর্ঘটনা চিন্তার ভাঁজ বাড়িয়েছে লালবাজারের কর্তাদের। গোটা কলকাতার দুর্ঘটনার গ্রাফ যেখানে নিম্নমুখি, সেখানে নিত্যদিন বিপদঘন্টি বাজিয়ে চলেছে বাসন্তি হাইওয়ে। রাস্তার ঝুঁকিপূর্ণ ছ-টি সেতু নতুন করে তৈরির ভাবনা শুরু। আর এই নিয়ে শীঘ্রই জরুরি মিটিংয়ে বসতে চলেছেন ট্রাফিক কর্তারা।