Bellview clinic - Latest News on Bellview clinic| Breaking News in Bengali on 24ghanta.com
এএমআরআই কাণ্ডে কতটা শিক্ষা নিল শহরের বেসরকারি হাসপাতালগুলি?

এএমআরআই কাণ্ডে কতটা শিক্ষা নিল শহরের বেসরকারি হাসপাতালগুলি?

Last Updated: Saturday, December 10, 2011, 21:14

ঢাকুরিয়ার এএমআরআইতে অগ্নিকাণ্ডের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে শহরের নামী বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে। চব্বিশ ঘণ্টার গোপন ক্যামেরায় ধরা পড়েছে এরকমই কিছু নামী হালপাতালের চিত্র।