Last Updated: Wednesday, February 26, 2014, 19:25
ভাঙড় এক তৃণমূল যুব সভাপতি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজ্জাক সর্দার খুনে তিন তৃণমূল নেতা সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিস। তৃণমূল সূত্রে খবর, জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে টেলিফোনে নির্দেশ দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। রাতেই ঘটনাস্থলে যান শোভন চ্যাটার্জি। তারপরেই পুলিস গ্রেফতার করে তৃণমূলের দুর্গাপুর অঞ্চল সভাপতি সফেদ আলি গাইন, পঞ্চায়েত সদস্য সমীর রুইদাস ও কর্ণ নস্করকে।