Last Updated: Wednesday, November 13, 2013, 12:53
নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে সমর্থন জানানোর পর লতা মঙ্গেসকরকে নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গত সোমবার কংগ্রেসের জনার্ধন চান্দুরকার নামের বিধায়ক তথা শীর্ষ স্তরের নেতা বলেছিলেন, " যে সব শিল্পী মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে সমর্থন করছেন তাদের উচিত পদ্ম পুরস্কার ত্যাগ করা, তা না হলে কেন্দ্র সরকারের উচিত মোদীর সমর্থনকারীদের পদ্ম পুরস্কার কেড়ে নেওয়ার।" এরপরই স্বাভাবিকভাবেই গর্জে ওঠে বিজেপি-শিবসেনা।