Last Updated: Thursday, December 12, 2013, 20:12
কেরিয়ারের শেষটা মোটেও ভাল হয়নি তাঁর। সময়টাও বড়ই খারাপ যাচ্ছে। তার মধ্যেই বৃহস্পতিবার জীবনের দ্বিতীয় ইনিংসে প্রবেশ করলেন শান্তাকুমরন শ্রীসন্থ। জয়পুরের রাজ পরিবারের মেয়ে, জুয়েলারি ডিজাইনার ভুবনেশ্বরী কুমারীর সঙ্গে দিন সকালে কেরালার গুরুবায়ুর শ্রী কৃষ্ণ মন্দিরে গাঁটছড়া বাঁধলেন শ্রীসন্থ।