রাজপুত রাজকন্যার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংসে `কালি` চান না শ্রীসন্থ

রাজপুত রাজকন্যার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংসে `কালি` চান না শ্রীসন্থ

রাজপুত রাজকন্যার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংসে `কালি` চান না শ্রীসন্থ কেরিয়ারের শেষটা মোটেও ভাল হয়নি তাঁর। সময়টাও বড়ই খারাপ যাচ্ছে। তার মধ্যেই বৃহস্পতিবার জীবনের দ্বিতীয় ইনিংসে প্রবেশ করলেন শান্তাকুমরন শ্রীসন্থ। জয়পুরের রাজ পরিবারের মেয়ে, জুয়েলারি ডিজাইনার ভুবনেশ্বরী কুমারীর সঙ্গে দিন সকালে কেরালার গুরুবায়ুর শ্রী কৃষ্ণ মন্দিরে গাঁটছড়া বাঁধলেন শ্রীসন্থ।

গত ৮ ডিসেম্বরই পরিবারের সঙ্গে কেরালায় চলে এসেছেন ভুবনেশ্বরী। বুধবার একটি বেসরকারি হোটেলে অনু্ষ্ঠিত হয় বিয়ের আগের আচার অনুষ্ঠান। এরপর এর্নাকুলমের কোঠামঙ্গলমে শ্রীসন্থের পৈতৃক বাড়িতে হবে বধূবরণের অনুষ্ঠান। বেশ কয়েক বছর ধরেই ভুবনেশ্বরীর সঙ্গে সম্পর্ক শ্রীসন্থের। জীবনের সবথেকে কঠিন অন্ধকার মুহূর্তেও শ্রীসন্থের ছায়াসঙ্গী ছিলেন ভুবনেশ্বরী।

চলতি বছরের আইপিএলে স্পট ফিক্সিংয়ের অপরাধে গত ১৬ মে গ্রেফতার হন শ্রীসন্থ। ১১ জুন পর্যন্ত জেলে ছিলেন তিনি। আগামী ১৮ ডিসেম্বর রয়েছে মামলার শুনানি।

ক্রিকেট কেরিয়ারের ইতি হয়েছে কলঙ্কময়। তবে জীবনের নতুন অধ্যায়ে কালিমালিপ্ত করতে চান না একদা ভারতের সম্ভাবনাময় ফাস্ট বোলার।

First Published: Thursday, December 12, 2013, 20:12


comments powered by Disqus