Last Updated: Friday, May 23, 2014, 13:52
বিহার বিধানসভায় আজ আস্থা ভোটের মুখোমুখি জেডিইউ সরকার। নীতিশ কুমারের পদত্যাগের পর ইতিমধ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন জীতন রাম মাঝি। তাঁর সরকারের আস্থা ভোটের বৈতরণী পার হতে খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। জেডিইউ সরকারকে বাইরে থেকে নিঃশর্ত সমর্থনের কথা ঘোষণা করেছে কংগ্রেস এবং লালু প্রসাদ যাদবের আরজেডি।