Black queen - Latest News on Black queen| Breaking News in Bengali on 24ghanta.com
পূর্ব ভারতীয় ছবির জন্য রেডি ব্ল্যাক কুইন, কলকাতায় এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডাস সেরেমনি

পূর্ব ভারতীয় ছবির জন্য রেডি ব্ল্যাক কুইন, কলকাতায় এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডাস সেরেমনি

Last Updated: Monday, March 10, 2014, 21:19

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ফিল্মি দুনিয়ার তাবড় ব্যক্তিত্বের কাছে যে অ্যাওয়ার্ডটি না থাকলে স্বীকৃতির অনেকটাই বাকি থেকে যায়। এ বছর ৬০ বসন্ত পূর্ণ হল এই গ্ল্যামারাস অ্যাওয়ার্ড ফাংশনের আর এই উপলক্ষেই প্রথমবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে পূর্ব ভারতীয় ছবির জন্য প্রথম ভিভেল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। উপস্থাপনায় আইটিসি লিমিটেড। সম্প্রতি আইটিসি হোটেলে আনুষ্ঠানিক উদ্বোধন হল অ্যাওয়ার্ডের ট্রোফির। উদ্বোধন করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন আইটিসি চেয়ারম্যান সন্দীপ কল ও ওয়ার্ল্ডওয়াইড মিডিয়ার কর্ণধার তরুণ রাই।