Last Updated: March 10, 2014 21:19

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ফিল্মি দুনিয়ার তাবড় ব্যক্তিত্বের কাছে যে অ্যাওয়ার্ডটি না থাকলে স্বীকৃতির অনেকটাই বাকি থেকে যায়। এ বছর ৬০ বসন্ত পূর্ণ হল এই গ্ল্যামারাস অ্যাওয়ার্ড ফাংশনের আর এই উপলক্ষেই প্রথমবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে পূর্ব ভারতীয় ছবির জন্য প্রথম ভিভেল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। উপস্থাপনায় আইটিসি লিমিটেড। সম্প্রতি আইটিসি হোটেলে আনুষ্ঠানিক উদ্বোধন হল অ্যাওয়ার্ডের ট্রোফির। উদ্বোধন করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন আইটিসি চেয়ারম্যান সন্দীপ কল ও ওয়ার্ল্ডওয়াইড মিডিয়ার কর্ণধার তরুণ রাই।
সেই বিখ্যাত ব্ল্যাক কুইন! এতদিন যা ছিল বলিউড সিনেমার গ্ল্যামার আইডেনটিটি! আরবসাগর পার হয়ে এবার বাংলা, ওড়িয়া ও অসমিয়া ছবির জগতে উন্মোচিত হলেন তিনি। এই প্রথমবার আইটিসির উদ্যোগে খোদ কলকাতার বুকে অনুষ্ঠিত হতে চলেছে ভিভেল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। এই ঐতিহাসিক মুহূর্তের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন টলিউডের মহানায়ক প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। ৩০ বছর ইন্ডাস্ট্রিতে রাজত্ব করার পর এই শুভদিনটির অপেক্ষাতেই ছিলেন তিনি।
বর্ণাঢ্য এই অ্যাওয়ার্ড ফাংশনে মোট একুশটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। ফিল্মফেয়ারের পক্ষ থেকে ঘোষণা করলেন সংস্থার ডিরেক্টর তরুণ রাই।
আগামী ২৯ মার্চ সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে পূর্বভারতের প্রথম ভিভেল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। উদ্যোক্তা হিসেবে এমন একটি সুযোগ পেয়ে খুশি আইটিসির প্রেসিডেন্ট সন্দীপ কল।
First Published: Monday, March 10, 2014, 21:20