Last Updated: Wednesday, January 29, 2014, 20:43
কৃষ্ণসার হরিণ শিকার মামলায়, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করলেন সলমন খান৷ এই মামলার শুনানির জন্য বুধবার যোধপুর আদালতে পৌঁছন সলমন খান৷ সকাল সাড়ে দশটা নাগাদ আদালতে যান তিনি৷ এদিন তাঁর বয়ান নথিভুক্ত করা হয়৷ এই মামলার পরবর্তী শুনানি ১০ মার্চ৷ প্রধান বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট এদিন শুনানির সময় সলমনকে যোধপুর আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন৷