আমি হরিণ মারিনি, অভিযোগ অস্বীকার করে বললেন সলমন

আমি হরিণ মারিনি, অভিযোগ অস্বীকার করে বললেন সলমন

আমি হরিণ মারিনি, অভিযোগ অস্বীকার করে বললেন সলমনকৃষ্ণসার হরিণ শিকার মামলায়, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করলেন সলমন খান৷ এই মামলার শুনানির জন্য বুধবার যোধপুর আদালতে পৌঁছন সলমন খান৷ সকাল সাড়ে দশটা নাগাদ আদালতে যান তিনি৷ এদিন তাঁর বয়ান নথিভুক্ত করা হয়৷ এই মামলার পরবর্তী শুনানি ১০ মার্চ৷ প্রধান বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট এদিন শুনানির সময় সলমনকে যোধপুর আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন৷

১৯৯৮ সালে রাজস্হানে ‘হাম সাথ সাথ হ্যায়` ছবির শুটিংয়ের সময় বিরল প্রজাতির দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সলমনের বিরু‌দ্ধে৷ ইতিমধ্যেই এই মামলায় ১৯৯৮ ও ২০০৭ সালে দু`বার যোধপুরে জেল খেটেছেন সলমন৷

গত বছর রাজস্থান হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট সলমনের বিরু‌দ্ধে অস্ত্র আইনের ১৪৮ ধারা প্রয়োগ করা যাবে না বলে রায় দিয়েছিল৷ কিন্তু এরপরেই মার্চ মাসে সলমনের বিরু‌দ্ধে ফের নতুন করে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় একটি অভিযোগ গঠন করা হয়৷

অন্যদিকে, হিট অ্যান্ড রান মামলায় আদালত সলমনের আর্জি মেনে নেওয়ায়, আজ থেকে নতুন করে এই মামলার শুনানি শুরু হয়েছে৷ সলমনের বিরুদ্ধে অভিযোগ, ১২ বছর আগে তাঁর গাড়িতে চাপা পড়ে একজনের মৃত্যু হয়৷

First Published: Wednesday, January 29, 2014, 20:43


comments powered by Disqus