Brand Lara - Latest News on Brand Lara| Breaking News in Bengali on 24ghanta.com
ভগবানের বাড়িতে হঠাত্‍ হাজির কিংবদন্তি

ভগবানের বাড়িতে হঠাত্‍ হাজির কিংবদন্তি

Last Updated: Sunday, September 23, 2012, 16:15

দু`জনেই বাইশ গজের সাক্ষাত্‍ ভগবান। সেই দুই ভগবানের দেখা হল আচমকাই। নিজের বাড়ির দরজা খুলেই চমকে গেলেন সচিন তেন্ডুলকর। দেখেন সামনে দাঁড়িয়ে আছেন ব্রায়ান লারা। না জানিয়েই সচিনের বাড়িতে গিয়ে তাঁকে হকচকিয়ে দেন লারা। পছন্দের বন্ধুকে দেখে তো সচিন দারুণ খুশি।