ভগবানের বাড়িতে হঠাত্‍ হাজির কিংবদন্তি

ভগবানের বাড়িতে হঠাত্‍ হাজির কিংবদন্তি

ভগবানের বাড়িতে হঠাত্‍ হাজির কিংবদন্তিদু`জনেই বাইশ গজের সাক্ষাত্‍ ভগবান। সেই দুই ভগবানের দেখা হল আচমকাই। নিজের বাড়ির দরজা খুলেই চমকে গেলেন সচিন তেন্ডুলকর। দেখেন সামনে দাঁড়িয়ে আছেন ব্রায়ান লারা। না জানিয়েই সচিনের বাড়িতে গিয়ে তাঁকে হকচকিয়ে দেন লারা। পছন্দের বন্ধুকে দেখে তো সচিন দারুণ খুশি। লারাও বললেন, চমক দিয়ে তোমায় না বলেই চলে এলাম।

পরে সচিন ফেসবুকে এবং টুইটারে লারা এবং তাঁর ছবি আপলোড করেন। লারা তাঁর বাড়িতে আসায় তিনি আপ্লুত বলে টুইটারে লিখেছেন সচিন। সৌজন্য সাক্ষাত্‍ করতেই লারা সচিনের বাড়িতে গিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

First Published: Sunday, September 23, 2012, 16:15


comments powered by Disqus