Last Updated: Thursday, August 9, 2012, 12:20
লন্ডন অলিম্পিকে সোনা অধরা থাকলেও দমতে রাজি নন মেরি কম। বক্সিংকে বিদায় জানানোর কথাও একেবারেই ভাবছেন না দুই সন্তানের জননী, ২৯ বছরের ব্রোঞ্জজয়ী মণিপুরী বক্সার। লন্ডনে ২৪ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে মেরি কম জানালেন, রিও-তে পদকের রঙ বদলাতে চান তিনি।