Last Updated: Saturday, March 8, 2014, 23:41
হাওড়ার শালিমারে ব্যবসায়ী খুনের জট অনেকটাই খুলে দিল সিসিটিভি ফুটেজ। সেই ছবি দেখেই গ্রেফতার করা হল দুই স্কুলছাত্রকে। একজন দ্বাদশ শ্রেণীর ছাত্র। অন্যজন ক্লাস টেনে পড়ে। ঘটনায় জড়িত আরও এক ছাত্রকে খুঁজছে পুলিস। ব্যবসায়িক শত্রুতা, নাকি ব্যক্তিগত আক্রোশ? কেন খুন করা হল ব্যাঙ্ক ফিনান্সার সঞ্জয় আগরওয়ালকে? এখনও অবশ্য সেই উত্তর খুঁজে পায়নি পুলিস। বৃহস্পতিবার রাত পৌনে নটা। সিসিটিভি ফুটেজ বলছে, ওই সময়েই শালিমার রোডের পঞ্চ ব্যাঞ্জন ফ্ল্যাটের নীচে জড়ো হয়েছিল তিন ছাত্র। এরপর ফ্ল্যাটের দোতলায় সঞ্জয় আগরওয়ালের ফ্ল্যাটে যায় তারা। সেখানে প্রায় মিনিট ২০ কাটিয়ে বাইক নিয়ে চলে যায় ওই দুই ছাত্র।