CHIMPANZEE - Latest News on CHIMPANZEE| Breaking News in Bengali on 24ghanta.com
২৪ ঘণ্টায় খবরের পরই উদ্ধার নিখোঁজ শিম্পাঞ্জি, থেকে গেল প্রশ্ন

২৪ ঘণ্টায় খবরের পরই উদ্ধার নিখোঁজ শিম্পাঞ্জি, থেকে গেল প্রশ্ন

Last Updated: Thursday, January 23, 2014, 23:37

দিনভর টানাপোড়েনের পর অবশেষে উদ্ধার হল নিখোঁজ দুই শিম্পাঞ্জি। শুল্ক দফতরের কর্তাদের দাবি, বাগুইআটির বাড়ি থেকে উদ্ধার করার সময়, ভিড় দেখে ভড়কে গিয়েছিল তারা। ভয়ে লুকিয়ে পড়ায় খোঁজ মিলছিল না তাদের। পরে ওই বাড়ি থেকেই বৃহস্পতিবার দুই শিম্পাঞ্জিকে উদ্ধার করা হয় বলে দাবি করেছে শুল্ক দফতর।