Last Updated: Friday, February 7, 2014, 23:45
প্রেম দিবস সামনেই সপ্তাহেই। সিনেমা, পাব, নাইট ক্লাবে প্রেম দিবস কাটালেও অনেকেই চান বাড়িতে নিজেদের মতো করে এই দিনটা স্পেশাল করে তুলতে। এই রেসিপি রইল তাদের জন্য যারা নিজেদের মতো করে এই দিনটায় বাড়িতেই কাটাতে চান।