Last Updated: Sunday, September 2, 2012, 16:57
ইউ এস ওপেনের মাঝেই `সুখবর`টা দিলেন মারিয়া শারাপোভা। খবরটাকে কতটা সুখবর কতটা খারাপ সেই কথাটা বিচার করার আগে বরং বলে নেওয়া যাক খবরটা ঠিক কি। টেনিস বিশ্বের `বোম্বসেল` শারাপোভা জানিয়েছেন, তাঁর বয়ফ্রেন্ড সাশা ভুজাচিচের সঙ্গে তাঁর কয়েক বছরের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে।