রাজনৈতিক দলগুলিকে আরটিআইয়ের আওতায় আনতে চায় না কেন্দ্র

রাজনৈতিক দলগুলিকে আরটিআইয়ের আওতায় আনতে চায় না কেন্দ্র

রাজনৈতিক দলগুলিকে আরটিআইয়ের আওতায় আনতে চায় না কেন্দ্রচলতি মাসের শুরুর দিকে সেন্ট্রাল ইনফর্মেশন কমিশন রাজনৈতিক দল গুলিকেও আরটিআই অ্যাক্টের মধ্যে আনার নির্দেশ দিয়েছিল। সূত্রে সেই নির্দেশের বিরোধিতা করে অর্ডিন্যান্স আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।

সূত্রে খবর, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার এই নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলির মতামতও জানতে চাইবে। সরকার চেষ্টা করছে অর্ডিন্যান্স জারি করে রাজনৈতিক দলগুলিকে আরটিআইয়ের বাইরে রাখতে।

সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আরটিআই নিয়ে কাজ করে কেন্দ্রের যে বিভাগটি তার কাছে এই অর্ডিন্যান্সের প্রাথমিক খসরা পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রকের তরফ থেকে। এখনও পর্যন্ত ঠিক করা হয়েছে সংসদে বর্ষাকালীন আধিবেশনের তারিখ ঠিক করার পরেই ঠিক করা হবে সরকার এই বিষয়ে সংশোধনী বিল আনবে না অর্ডিন্যান্স জারি করবে।

যদিও সিআইসি কংগ্রেস,বিজেপি, সিপিআই, সিপিআইএম, এনসিপি, বিএসপি- মূলত এই ছটি রাজনৈতিক দলকেই আরটিআইয়ের আওতায় আনার নির্দেশ দিয়েছিল, দেশ জুড়ে ছোট বড় সব দলই এই নির্দেশের বিরোধিতা করে।


First Published: Friday, June 28, 2013, 17:30


comments powered by Disqus