Last Updated: Wednesday, October 2, 2013, 15:55
`চেন্নাই এক্সপ্রেস`-এ শাহরুখ খানের লুঙ্গি ডান্স দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছে। এ বার লুঙ্গি ডান্স নাচতে চলেছেন অন্য একটা চেন্নাই এক্সপ্রেসের (চেন্নাই সুপার কিংস) মালিক মহেন্দ্র সিং ধোনি! চ্যাম্পিয়ন্স লিগ টি২০ ভরাবাজারে ধোনিকে নিয়ে এমন কথাই শোনা যাচ্ছে।