Last Updated: October 2, 2013 15:55

`চেন্নাই এক্সপ্রেস`-এ শাহরুখ খানের লুঙ্গি ডান্স দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছে। এ বার লুঙ্গি ডান্স নাচতে চলেছেন অন্য একটা চেন্নাই এক্সপ্রেসের (চেন্নাই সুপার কিংস) মালিক মহেন্দ্র সিং ধোনি! চ্যাম্পিয়ন্স লিগ টি২০ ভরাবাজারে ধোনিকে নিয়ে এমন কথাই শোনা যাচ্ছে।
রবিবার চেন্নাই বিমানবন্দরে সতীর্থদের সঙ্গে লুঙ্গি পরে ছবি তোলেন অধিনায়ক ধোনি। এরপর স্ত্রী সাক্ষীর সঙ্গে ধোনি লুঙ্গি পরে ফ্রেমবন্দি হন।
শোনা যাচ্ছে এসবই নাকি প্র্যাকটিস হিসাবে করছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। দল যদি চ্যাম্পিয়ন্স লিগে খেতাব জেতে তা হলে নাকি ফাইনালের পর ধোনি লুঙ্গিডান্স নাচবেন। তাই নাকি লুঙ্গি অবতারে মাহিকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। ধোনি ঘনিষ্ঠরা অবশ্য এসব গুজব উড়িয়ে দিয়েছেন।
First Published: Wednesday, October 2, 2013, 15:55