Last Updated: Saturday, July 13, 2013, 08:44
রাজনীতির ক্ষেত্রে আমরা-ওরা, শাসক দলের মধ্যে পুরনো-নতুন বিভাজন তো ছিলই। এবার নজিরবিহীনভাবে সেই বিভাজন দেখা গেল নিরাপত্তার বন্দোবস্তে। মাওবাদী কার্যকলাপ রয়েছে এমন এলাকার শুধুমাত্র এক পুলিস সুপার পেলেন বুলেটপ্রুফ গাড়ি। বাকিদের তা জুটল না।মাওবাদী এলাকায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় জওয়ানদের। আর তাঁদের যাঁরা পরিচালনা করেন, তার মধ্যে অন্যতম জেলার পুলিস সুপাররা। প্রয়োজনের তাগিদে অভিযান থেকে শুরু করে, যে কোনও সময় যে কোনও জায়গায় তাঁদের পৌঁছে যেতে হয়।