Last Updated: Wednesday, May 1, 2013, 11:03
যেমনভাব গেছিল তেমনই হল। বাকিরা যখন রীতিমত আইপিএলে টিকে থাকার জন্য খড়কুটোর সন্ধান করছে, তখন প্রথম দল হিসাবে প্লে অফে উঠে গেল মহেন্দ্র সিং ধোনির দল। ১০ ম্যাচের মধ্যে আটটাতে জিতে ধোনিরা এখন প্লে অফে উঠে বাকিদের অপেক্ষায়। মঙ্গলবার ধোনিরা পুণে যুবরাজদের বিরুদ্ধে জিতে বদলা তুললেন। ধোনিদের সামনে এখন একটাই লক্ষ্য পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে একটা ম্যাচ কম খেলে সরাসরি ফাইনালে ওঠা।