Last Updated: Thursday, March 27, 2014, 09:48
আবারও ধর্ষণের ঘটনা। আর এবার সালিশি সভায় নির্যাতিতা মহিলাকে ক্ষতিপূরণ নিয়ে বিষয়টি মিটিয়ে নিতে বললেন গ্রামের মোড়লরা। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাইথিয়ার চক মহেশপুর গ্রামে। গতকাল গ্রামের উত্সব শেষে নির্যাতিতা মহিলা পুকুরে স্নান করতে গিয়েছিলেন। তখনই স্থানীয় যুবক বুধোই কিস্কু তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।