লাভপুর কাণ্ডের কেস ডায়েরি, এফআইআর কপি, নির্যাতিতার জবানবন্দী চেয়ে পাঠাল সুপ্রিম কোর্ট

লাভপুর কাণ্ডের কেস ডায়েরি, এফআইআর কপি, নির্যাতিতার জবানবন্দী চেয়ে পাঠাল সুপ্রিম কোর্ট

লাভপুর কাণ্ডের কেস ডায়েরি, এফআইআর কপি, নির্যাতিতার জবানবন্দী চেয়ে পাঠাল সুপ্রিম কোর্টলাভপুর কাণ্ডের কেস ডায়েরি, এফআইআরের কপি ও নির্যাতিতার জবানবন্দির তর্জমা চেয়ে পাঠাল সুপ্রিম কোর্ট। গত ২২ জানুয়ারি গ্রামের সালিশি সভার নির্দেশে লাভপুরে এক আদিবাসী তরুণীকে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন জেলা বিচারক। জেলা বিচারকের পাঠানো রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নিতে রাজ্যকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই মামলায় যুক্ত করা হয়েছে রাজ্যের মুখ্যসচিবকে। মামলার পরবর্তী শুনানি চৌঠা মার্চ।

First Published: Friday, February 14, 2014, 22:38


comments powered by Disqus