Last Updated: Tuesday, November 20, 2012, 22:30
খবরটা ভুল না ঠিক তা নিয়ে জল্পনা চলতেই পারে। কিন্তু কান পাতলেই শোনা যাচ্ছে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মুডটা ইদানিং বেশ খারাপ। তার থেকেও বড় কথা ভারতের নেতার মাথা এখন নাকি সবসময় গরম থাকছে। তা না হলে মোতেরায় এত সুন্দর একটা জয়ের পরও পিচ নিয়ে এমন বেফাঁস মন্তব্য করতেন না ধোনি। হঠাত্ই কাল ম্যাচের পর ধোনি বলে বসেন, মোতেরার মতো উইকেটের দিকে আর ফিরেও তাকাতে চান না একটা সময় যে ঠান্ডা মাথার জন্য ধোনির নাম হয়েছিল ক্যাপ্টেন কুল, সেই মিস্টার কুলের মাথা এখন বড্ড হট।