Carsen - Latest News on Carsen| Breaking News in Bengali on 24ghanta.com
কার্যত শেষ বিশ্বনাথন আনন্দের চ্যালেঞ্জ, বিশ্ব দাবায় নতুন সম্রাট হওয়ার পথে কার্লসেন, ভারত থেকে দাবার মুকুট  নরওয়ের দখলে যাওয়া এখন সময়ের অপেক্ষা

কার্যত শেষ বিশ্বনাথন আনন্দের চ্যালেঞ্জ, বিশ্ব দাবায় নতুন সম্রাট হওয়ার পথে কার্লসেন, ভারত থেকে দাবার মুকুট নরওয়ের দখলে যাওয়া এখন সময়ের অপেক্ষা

Last Updated: Thursday, November 21, 2013, 19:41

বিশ্ব দাবার খেতাবি লড়াইয়ে বিশ্বনাথন আনন্দের চ্যালেঞ্জ কার্যত শেষ। চ্যালেঞ্জার ম্যাগনাস কার্লসনের কাছে নবম গেম হেরে গেলেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ। বৃহস্পতিবার সাদা ঘুঁটি নিয়ে খেলেও জয় হাতছাড়া করলেন তিনি। তারুণ্যের কাছে মাথানত করল অভিজ্ঞতা।