Last Updated: Thursday, November 21, 2013, 19:41
বিশ্ব দাবার খেতাবি লড়াইয়ে বিশ্বনাথন আনন্দের চ্যালেঞ্জ কার্যত শেষ। চ্যালেঞ্জার ম্যাগনাস কার্লসনের কাছে নবম গেম হেরে গেলেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ। বৃহস্পতিবার সাদা ঘুঁটি নিয়ে খেলেও জয় হাতছাড়া করলেন তিনি। তারুণ্যের কাছে মাথানত করল অভিজ্ঞতা।