Last Updated: November 21, 2013 19:41

বিশ্ব দাবার খেতাবি লড়াইয়ে বিশ্বনাথন আনন্দের চ্যালেঞ্জ কার্যত শেষ। চ্যালেঞ্জার ম্যাগনাস কার্লসনের কাছে নবম গেম হেরে গেলেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ। বৃহস্পতিবার সাদা ঘুঁটি নিয়ে খেলেও জয় হাতছাড়া করলেন তিনি। তারুণ্যের কাছে মাথানত করল অভিজ্ঞতা।
ডু অর ডাই গেমে ১৪ তম চাল পর্যন্ত ছন্দে দেখাচ্ছিল আনন্দকে। কিন্তু ২৮তম চালে একটি মারাত্মক ভুল করে রীতিমত থালায় সাজিয়ে কার্লসনকে জয় উপহার দেন আনন্দ। এই গেম জিতে নটি ম্যাচে কার্লসনের পয়েন্ট দাঁড়ালো ছয়। আনন্দের পয়েন্ট তিন। আর একটি গেম ড্র করলেই বিশ্ব দাবার নতুন সম্রাট হয়ে উঠবেন কার্লসন। প্রতিযোগিতায় আর তিনটি গেম বাকি।
First Published: Thursday, November 21, 2013, 19:41