Last Updated: Thursday, January 9, 2014, 19:24
গঙ্গা সাগরের ঠিক আগে বাবুঘাটে গঙ্গার ধারে এখন মিনি গঙ্গাসাগর। প্রতিবছরের মতো দেশের নানা প্রান্ত থেকে এসেছেন সাধুরা। জমিয়ে বসেছেন আখড়ায়। তবে শীতের সকালে সকলের আকর্ষণের কেন্দ্রে চা বাবা। নিজের হাতে চা বানিয়ে খাওয়াচ্ছেন সকলকে। ---
মোবাইল নিয়েই ব্যস্ত মোবাইল বাবা। ঝুলাবাবার সারা দিন তো বটেই এমনকি রাতও কাটে দোলনায়।