বাবুঘাটে মিনি গঙ্গা সাগরে সবাইকে চা খাওয়াতে ব্যস্ত চা-বাবা

বাবুঘাটে মিনি গঙ্গা সাগরে সবাইকে চা খাওয়াতে ব্যস্ত চা-বাবা

বাবুঘাটে মিনি গঙ্গা সাগরে সবাইকে চা খাওয়াতে ব্যস্ত চা-বাবাগঙ্গা সাগরের ঠিক আগে বাবুঘাটে গঙ্গার ধারে এখন মিনি গঙ্গাসাগর। প্রতিবছরের মতো দেশের নানা প্রান্ত থেকে এসেছেন সাধুরা। জমিয়ে বসেছেন আখড়ায়। তবে শীতের সকালে সকলের আকর্ষণের কেন্দ্রে চা বাবা। নিজের হাতে চা বানিয়ে খাওয়াচ্ছেন সকলকে। ---
মোবাইল নিয়েই ব্যস্ত মোবাইল বাবা। ঝুলাবাবার সারা দিন তো বটেই এমনকি রাতও কাটে দোলনায়।

সাধুদের এমন বৈচিত্রময় উপস্থিতিতে রঙিন হয়ে উঠেছে বাবুঘাট। মকরসংক্রান্তিতে গঙ্গাসাগরে যাওয়ার ঠিক আগে বাবুঘাটেই ভিড় জমিয়েছেন সাধুরা।

তবে সব সাধুর মধ্যে নজর কেড়েছেন চা বাবা।তাঁবুর সামনে উনুন জ্বেলে নিজের হাতে তৈরি করছেন চা।

শীতের সকালে গরম চায়ের আকর্ষণে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ।

চায়ের আকর্ষণেই জমে উঠেছে মিনি গঙ্গা সাগরের সাধুর আখড়া।

First Published: Thursday, January 9, 2014, 19:24


comments powered by Disqus